ভারতের পুঁজিবাজার পরিদর্শনে বিএমবিএ প্রতিনিধি দল

অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 01:31 PM
Updated : 2 July 2017, 01:31 PM

দলটি আগামী ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভারতের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই সফরে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দলটি ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই), বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল ইন্সটিটিউট অব সিকিউরিটিজ মার্কেটস (এনআইএসএম) এবং অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট ব্যাংকার্স অব ইন্ডিয়া (এআইবিআই) পরিদর্শন করবে।

ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে বাজার উন্নয়নে কাজ করছে, বর্তমান বাজারে তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও ভবিষ্যত কর্মপন্থা যাচাই-বাছাই করে দেখবে প্রতিনিধি দলটি।

দলের অন্য সদস্যদের মধ্যে আছেন সংগঠনের সহ-সভাপতি এম মোশারফ হোসেন, মহাসচিব খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার কায়েশ হাসান, নির্বাহী সদস্য রিয়াদ মতিন, তাহিদ এ চৌধুরী ও মোহাম্মদ আহসান উল্লাহ।