লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বাড়লেও কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 10:49 AM
Updated : 2 July 2017, 10:49 AM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্টের বেশি কমেছে। বেড়েছে লেনদেনের পরিমাণ ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৪ পয়েন্টের মতো, তবে বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ১৯ লাখ টাকা। 

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ দশমিক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৮ পয়েন্টে।

অন্যদিকে রোববার সিএসইতে ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০১ দশমিক ৯৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির। কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।