সূচক বেড়েছে পুঁজিবাজারে

ঈদের ছুটির পর দ্বিতীয় দিনের লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 11:06 AM
Updated : 29 June 2017, 11:07 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়েছে; সঙ্গে বেড়েছে লেনদেন।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্টের মত বাড়লেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এদিন ৮০১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭৩ কোটি ১০ লাখ টাকা বেশি।

এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফাণ্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৬ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসইতে এদিন ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি ৩৪ লাখ টাকা কম।  

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫১৬ দশমিক ৭১ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০০টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।