ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 10:43 AM
Updated : 22 June 2017, 10:43 AM

ঈদের ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ লেনদেন। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টের বেশি বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমান ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৯৪ পয়েন্টের মত বাড়লেও কমেছে লেনদেন।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৪৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ৭১ লাখ টাকা বেশি।

আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭০০ কোটি ৪১ লাখ টাকা। 

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৯ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪২ দশমিক ৬৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির। কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।