ফের উৎপাদনে সিভিও পেট্রো কেমিক্যাল

কাঁচামালের অভাবে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর আবার চালু হয়েছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 10:51 AM
Updated : 20 June 2017, 10:51 AM

জ্বালানি ও বিদ্যুৎ খাতের এই কোম্পানি সোমবার থেকে উৎপাদন শুরু করেছে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

গত বছরের ২১ জুলাই থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির উৎপাদন বন্ধ ছিল।

২০১৬ সালের ১৭ জুলাই থেকে সিভিওকে কনডেনসেট সরবরাহ বন্ধ করে দেয় সিলেট গ্যাস ফিল্ডস। এরপর মজুদ কাঁচামাল দিয়ে আর মাত্র তিন দিন উৎপাদন চালু রাখতে পেরেছিল কোম্পানিটি।

বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি বোধবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেনে যাবে বলে ডিএসই জানিয়েছে।