সিঙ্গারের উদ্যোক্তা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি সম্পন্ন

সিঙ্গার বাংলাদেশের ১২ লাখ শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ করেছে কোম্পানিটির একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 04:10 PM
Updated : 19 June 2017, 05:49 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, নেদারল্যান্ডসভিত্তিক রিটেইল হোল্ডিংস বোলড বি.ভি আগের ঘোষণা অনুযায়ী মোট ১২ লাখ শেয়ার বিক্রির কাজ শেষ করেছে।

এখন উদ্যোক্তা এই কোম্পানিটির হাতে সিঙ্গার বাংলাদেশের আর ৩ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৯৪১টি শেয়ার অবশিষ্ট থাকলো।

১৯৮৩ সালে পুঁজিবাজারে আসা বহুজাতিক উৎপাদন, বাজারজাতকারী ও খুচরো বিক্রেতা এই প্রতিষ্ঠানটির বাংলাদেশ অংশের বেশিরভাগ শেয়ার রয়েছে রিটেইল হোল্ডিংসের মালিকানায়।

সিঙ্গার বাংলাদেশের মোট ৭ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৪৯১ টি শেয়ারের মধ্যে গত বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ কোটি ৪ লাখ ৭২ হাজার ৫১টি শেয়ার ছিল রিটেইল হোল্ডিংসের কাছে।  

কিন্ত একই বছরের ৭ সেপ্টেম্বর থেকে সিঙ্গার বাংলাদেশের উদ্যোক্তা এই প্রতিষ্ঠানটি কয়েক দফায় ৮০ লাখের বেশি শেয়ার বিক্রি করে দেয়। ফলে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার সংখ্যাও কমছে।

গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত উদ্যোক্তা পরিচালকদের হাতে কোম্পানির মোট ৭০ দশমিক ১০ শতাংশ শেয়ার ছিল। চলতি বছরের মে মাস শেষে এটা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৭৮ শতাংশে।  

সিঙ্গার বাংলাদেশ এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় করেছে ৯৯ পয়সা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ পয়সা বেশি।

গত এক বছরে সিঙ্গার বাংলাদেশের শেয়ার প্রতি দাম ১৪৭ টাকা ৬০ পয়সা থেকে ২২৮ টাকা ৯০ পয়সার মধ্যে উঠানামা করে।

সর্বশেষ সোমবার কোম্পানিটির শেয়ার প্রতি দাম (ক্লোজিং) ছিল ১৮৯ টাকা ৮০ পয়সা।