ডিএসইতে সাড়ে ৮ মাসে সর্বনিম্ন লেনদেন

রোজা শুরুর সঙ্গে লেনদেনে খরা চলছে পুঁজিবাজারে, আগের দিনের চেয়ে আরও কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 10:39 AM
Updated : 29 May 2017, 10:39 AM

দ্বিতীয় রোজার দিন সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ২১ কোটি ৪০ লাখ টাকা কমেছে।

এদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৪২ কোটি ১ লাখ টাকা, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর, সেদিন ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

রোজার প্রথম দিন রোববার ডিএসইতে লেনদেন চার মাস পর চারশ কোটি টাকার নিচে নেমে এসেছিল। সেদিন ৩৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আগের দিন লেনদেনের অধঃগতিতে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে ছিল রোজার প্রথম দিন, বিনিয়োগকারীরা নতুন লেনদেনের সময়ে অভ্যস্থ হয়ে উঠতে পারেনি।”

রোজায় পুঁজিবাজারের লেনদেন ৩০ মিনিট এগিয়েছে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলছে। রোজার আগে লেনদেন হত সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

এছাড়া সামনে বাজেট আছে বলে বিনিয়োগকারীরা এখন সাবধানতা অবলম্বন করছে বলে তার প্রভাবও পড়েছে বলে মনে করেন শাকিল রিজভী।

লেনদেনের ক্ষেত্রে ঢাকার বিপরীত চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সোমবার সিএসইতে ৫০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।

এদিন ইসলামী ব্যাংকের প্রায় ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয় সিএসইর ব্লক মার্কেটে, তা প্রভাব রেখেছে লেনদেন বৃদ্ধিতে।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্টের বেশি কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৬১ পয়েন্টের মতো।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১২ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৬ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৯ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭২ দশমিক ৩১ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

সিএসইতে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।