পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই শেয়ারের মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 11:23 AM
Updated : 16 May 2017, 11:23 AM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্টের বেশি বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইএক্স ৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৪৩৫ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২৭ দশমিক ৩৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির। কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।