পুঁজিবাজারে কমেছে সূচক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 12:24 PM
Updated : 15 May 2017, 12:24 PM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্টের বেশি কমেছে; কমেছে লেনদেনও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৮৫ পয়েন্ট। তবে বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১২ লাখ টাকা কম।

আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয় ৫৫০ কোটি ১০ লাখ টাকা।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩২ দশমিক ০১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৮ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২১ দশমিক ৩৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির। কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।