পুঁজিবাজারে লেনদেন কমেছে

সপ্তাহের শুরুর কার্যদিবসে বিপরীতমুখী সূচকের মধ্যে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 09:42 AM
Updated : 7 May 2017, 09:42 AM

রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্টের বেশি কমেছে। বিপরীতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭৩৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ২১ কোটি ১০ লাখ টাকা কম।ওই দিন বাজারে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএসইএক্স ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৩৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৫০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ৫৯ কোটি ৬৭ লাখ টাকা।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ০৮পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮৩  দশমিক ০৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।