আইপিডিসির ৩০ কোটি টাকা বার্ষিক মুনাফা

২০১৬ সালে ৩০ কোটি ৩ লাখ টাকা মুনাফা করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 12:54 PM
Updated : 2 May 2017, 01:06 PM

মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় এই মুনাফা ঘোষণা করা হয়।

পরে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুনাফা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেড়ে নতুন এই অঙ্কে দাঁড়িয়েছে।

সাধারণ সভায় আইপিডিসির চেয়ারপারসন মুহাম্মদ মুসা বলেন, “আইপিডিস ফাইন্যান্স লিমিটেড কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনার প্রথম বছর বেশ সফলতার সাথে সম্পন্ন করেছে।”

প্রতিষ্ঠানের এ সাফল্য দেশের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটাতে শেয়ারহোল্ডারদের আত্মবিশ্বাসী করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কোম্পানির সফলতা বাড়াতে নতুন কর্মকৌশল তুলে ধরা হয়।

এছাড়া ২০১৬ সালের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা অনুমোদিত হওয়ার কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধিকাংশ শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্বকারী বোর্ড অব ডিরেক্টর, ব্র্যাক, বাংলাদেশ সরকার, আগা খান ফান্ড ফর ইকনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), আয়শা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটালের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি সামিউল হাসিম।