আইডিএলসির প্রথম প্রান্তিকের মুনাফা বেড়েছে ৬৭ শতাংশ

আইডিএলসি ফাইন্যান্স চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি মুনাফা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 03:33 PM
Updated : 26 April 2017, 03:33 PM

বুধবার রাজধানীর পল্টনে কোম্পানির প্রথম প্রান্তিক আর্থিক হিসাব প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।

প্রথম প্রান্তিকে এ কোম্পানি প্রথম প্রান্তিকে কর পরবর্তী নিট মুনাফা করেছে ৬০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি।

এ সময় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১ দশমিক ১১ টাকা।

আরিফ খান বলেন, “চলতি বছরের প্রথম তিন মাসে আইডিএলসিতে ৩ হাজার ১৬৯ জন নতুন গ্রাহক বেড়েছে। সেই সাথে কাস্টমার লোন পোর্টফোলিও ৫৩৯ কোটি টাকা বা ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৬৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। এসএমই লোনের বৃদ্ধি যার মূল কারণ।

“বর্তমানে আইডিএলসির এসএমই ঋণের পরিমাণ রয়েছে ২ হাজার ৮৮০ কোটি টাকা, যা প্রতিষ্ঠানের মোট লোনের ৪৪ শতাংশ।”  

প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবসায়িক খাতের মধ্যে করপোরেট ও কনজ্যুমার ফাইন্যান্সের পাশাপাশি দুটি প্রধান সাবসিডিয়ারি আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের পারফরম্যান্সও ভালো ছিল বলে জানান তিনি।

আইডিএলসির প্রধান নির্বাহী বলেন, “প্রথম প্রান্তিকে নন-পারফরমিং লোনের অনুপাত কমে ২.৭৯ শতাংশ এসেছে, যা ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২.৯৮ শতাংশ।

“বিগত বছরের তুলনায় প্রতিষ্ঠানের পরিচালন আয় ৩০ শতাংশ বেড়ে ১৬৪ কোটি টাকা হয়েছে, যাতে আয়-ব্যয়ের অনুপাত ৩৫ শতাংশে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। বিনিয়োগ আয় এবং ফি বাবদ আয় বৃদ্ধি এর অন্যতম কারণ।”

২০১৭ সালের প্রথম প্রান্তিকে উন্নয়ন কর্মসূচির মধ্যে আইডিএলসি বাংলাদেশ ব্যাংক থেকে চারটি নতুন শাখা খোলার অনুমতি পেয়েছে। এ ছাড়া আইডিএলসি ব্যালেন্স ফান্ডের অনুকূলে বিএসইসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করেছে। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে এই নতুন ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড পরিচালিত হবে।