আড়াই মাসে সর্বোচ্চ দরপতন ডিএসইতে

দরপতনের ধারায় থাকা দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 10:27 AM
Updated : 23 April 2017, 01:00 PM

গত আড়াই মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বড় পতন হয় রোববার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট বা দেড় শতাংশের বেশি কমেছে; লেনদেন কমেছে ৫১ কোটি ৬৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫০৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকা।

দিন শেষে ডিএসইএক্স ৮৩ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৮ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ২ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক পড়েছিল ১০৮ পয়েন্টের বেশি।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।

এদিন দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৪১ দশমিক ৯৯ পয়েন্টে নেমেছে।

রোববার সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার, যা বৃহস্পতিবার ছিল ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪টির। কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।