সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 01:07 PM
Updated : 20 April 2017, 01:07 PM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৩ পয়েন্টের বেশি কমেছে। লেনদেনও কমেছে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১২৬ পয়েন্ট। তবে লেনদেন সামান্য বেড়েছে এই বাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২৬ কোটি ২৯ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫২১  দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫০ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭ দশমিক ৬৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির। কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।