পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের সঙ্গে সূচকও সামান্য বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 01:07 PM
Updated : 17 April 2017, 01:07 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৬০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৬০ লাখ টাকা বেশি।

এ বাজারে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এদিন ৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে সিএসইতে সোমবার ৫২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা বেশি।

এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৩৫ দশমিক ২৯ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।