পুঁজিবাজারে সূচকপতন

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচকপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 10:26 AM
Updated : 16 April 2017, 10:26 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫২ পয়েন্টের মত।

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। এ বাজারে ৭২৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ১২৮ কোটি ৪৩ লাখ টাকা বেশি।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯৬টির এবং ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসইতে এদিন ৪৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার হাতবদল হয়েছিল ৪৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩১৯ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে।

লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৪০টির এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।