২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে উত্তরা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:49 PM
Updated : 13 April 2017, 12:49 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২ পয়সা করে পাবেন । কারো কাছে ১০০টি শেয়ার থাকলে তিনি ২০০ টাকা পাবেন।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আর এককভাবে হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। একই সঙ্গে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে সমন্বিতভাবে ৩৩ টাকা ৫২ পয়সা। আর এককভাবে হয়েছে ৩৩ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৪ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মে।