আইপিও-রাইটের শেয়ারের অর্থ ব্যবহার যথাসময়ে

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) ও অগ্রাধিকারমূলক শেয়ারের (রাইট) মাধ্যমে উত্তোলন করা টাকা যথাসময়ে ব্যবহারের শর্ত দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:32 PM
Updated : 13 April 2017, 12:32 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন শর্ত অনুযায়ী আইপিও এবং রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ যথাসময়ে ব্যবহার করতে হবে। এটা করতে ব্যর্থ হলে তার কারণ এবং পরিচালনা পর্ষদের মতামত বিস্তারিতভাবে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে উপস্থাপন করতে হবে।

এরপর ফের ওই অর্থ ব্যবহারের জন্য বিচ্যুতির কারণ ও পরিচালকদের মতামত উপস্থাপন উল্লেখ করে সাধারণ সভায় (এজিএম) পাস করাতে হবে। এজিএমে বিষয়টির ওপর কমপক্ষে ৫১ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদন থাকতে হবে।

এজিএমে পাস হলে ওই প্রতিবেদন বিএসইসিতে ফের দাখিল করতে হবে। কমিশন অনুমোদন দিলে সেটাও সংশ্লিষ্ট কোম্পানিকে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে।