আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতা: তিন কোম্পানির পরিচালকদের জরিমানা

যথাসময়ে আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:29 PM
Updated : 13 April 2017, 12:29 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০১ তম কমিশন সভায় জরিমানার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে কমিশনের বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

তবে স্বতন্ত্র পরিচালকেরা এ শাস্তির আওতার বাহিরে থাকবে।

কোম্পানি তিনটি হল- আমান সি ফুড ইন্ডাস্ট্রিজ, রোজ হেভেন বল পেন ইন্ডাস্ট্রিজ ও চিকটেক্স লিমিটেড।

কোম্পানি তিনটি ২০১৪-১৫ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব দাখিল করেনি।

এর ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লংঘন হওয়ায় তিন কোম্পানির পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।