ডিবিবিএলের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডাচ বাংলা ব্যাংকের (ডিবিবিএল) ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:26 PM
Updated : 13 April 2017, 12:38 PM

বৃহস্পতিবার বিএসইসির ৬০১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকটি সাত বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট হচ্ছে-নন কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড। যে বন্ডটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

টায়ার ২ অনুযায়ী, মূলধন ভিত্তি শক্তিশালী করার শর্ত পূরণ করার জন্য ব্যাংকটি এই বন্ড ইস্যু করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের মূল্য হবে ১ কোটি টাকা।

বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কাজ করছে।