সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও হিসাব) পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 10:15 AM
Updated : 6 April 2017, 10:15 AM

বৃহস্পতিবার শেয়ারগুলো বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে ডিএসই এর ওয়েবসাইটে জানানো হয় ।

১৮ ডিসেম্বর কোম্পানির এজিএমে রাইট ইস্যুর বিষয়ে সম্মতি জানান সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারহোল্ডাররা। পরবর্তীতে বিএসইসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত রাইট শেয়ার আবেদন গ্রহণ করে কোম্পানিটি। এর জন্য কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৭ ফেব্রুয়ারি।

সাইফ পাওয়ারটেক ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করে।

ফেইসভ্যালু ১০ টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হয়। রাইট ইস্যুর মাধ্যমে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।