শেষ দিনে দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 10:09 AM
Updated : 6 April 2017, 10:09 AM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে একহাজার ১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৯৮ কোটি ৩৬ লাখ টাকা কম। বুধবার এই বাজারে ১১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৬ টির দর।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৫১  পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৬ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

অন্যদিকে এদিন সিএসইতে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৬৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮৪ দশমিক ২৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।