মার্চে রাজস্ব ৩২% বেশি দিয়েছে ডিএসই

মার্চ মাসে ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 12:00 PM
Updated : 5 April 2017, 12:00 PM

এর পরিমাণ ৩২ দশমিক ৫৩ শতাংশ বেশি বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মার্চ মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব পেয়েছে ৩১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৭৯১ টাকা। আগের মাসে ছিল ২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৩০১ টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ৭ কোটি ৬৮ লাখ ১ হাজার ৪৯০ টাকা বা ৩২ দশমিক ৫৩ শতাংশ।

এই সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ২১ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৭৪৭ টাকা, যা এর আগের মাসে ছিল ১৯ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৬০ টাকা।

উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে মার্চে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৪৪ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার ২৪১ টাকা।

উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৮০৩ টাকা।