সোয়া ২১ কোটি টাকার মেশিনারিজ কিনবে ইভেন্স টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড ২১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকার মেশিনারিজ কিনতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 12:22 PM
Updated : 23 March 2017, 12:22 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি ৩০টি এয়ার জেট ওয়েভিং মেশিন (লুমস) কিনবে। এই মেশিন কিনতে ব্যয় হবে ১০ কোটি ৫৬ লাখ টাকা।

এক কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৩ সেট স্ক্রু এয়ার কম্প্রেশার কিনবে। এক কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকা দিয়ে কেনা হবে কস্টিক রিকাভারি প্লান্ট। এছাড়া সাত কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৩ সেট আনুষাঙ্গিক যন্ত্রাংশ কেনা হবে।

কোম্পানির উৎপাদন ক্ষমতা ও পণ্যের গুণগত মান বাড়াতে এই মেশিন কেনা হচ্ছে।

ইভেন্স টেক্সটাইল ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৩৬.৬৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪১.৩৫ শতাংশ শেয়ার।