রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেল আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 01:59 PM
Updated : 15 March 2017, 01:59 PM

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হক সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি ব্যাংক একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়তে পারবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

এই ১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে।

এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩- এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৩০ জুন, ২০১৬ পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৬১ পয়সা। আর এনএভি ২৪ টাকা ৩৮ পয়সা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।