পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 10:14 AM
Updated : 13 March 2017, 10:14 AM

সোমবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২২ দশমিক ১১ শতাংশ কমে ১০০১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দিন শেষে ৩৪ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৫৪৯ পয়েন্ট অবস্থান করছে।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২০ দশমিক ২২ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৩২ টির দাম।