ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কন্টিনেন্টাল ইন্সুরেন্সের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 12:22 PM
Updated : 12 March 2017, 12:22 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার কন্টিনেন্টাল ইন্সুরেন্সের সমাপনী মূল্য ছিল ২৪ টাকা ৩০ পয়সা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়।

এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৮০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে পূরবী জেনারেল ইন্সুরেন্স (৭ দশমিক ৩৯ শতাংশ), প্রভাতী ইন্সুরেন্স (৭ দশমিক ২৯ শতাংশ), আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ (৬ দশমিক ৯৪ শতাংশ), অলিম্পিক এক্সেসরিস (৬ দশমিক ৪৬ শতাংশ), বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স (৫ দশমিক ১৫ শতাংশ), সিটি জেনারেল ইন্সুরেন্স (৬ দশমিক ০৪ শতাংশ), রূপালী ইন্সুরেন্স (৫ দশমিক ৮৮ শতাংশ) ও সোনার বাংলা ইন্সুরেন্স ৫ দশমিক ৭৯ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।