শেষদিনে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 11:02 AM
Updated : 9 March 2017, 11:04 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৭২ পয়েন্টে হয়েছে।

এদিন ডিএসইতে ১১৮৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮.৯৭ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৭১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২৩.৮২ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।