সূচক বেড়েছে, লেনদেনও

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্য সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 11:52 AM
Updated : 8 March 2017, 11:52 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৭ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট।

ডিএসইতে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে,যা আগের দিনের চেয়ে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার এই বাজারে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৮৯ দশমিক ৪৩ পয়েন্টে।

চট্টগ্রামের বাজারে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।