ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে দি পেনিনসুলা চিটাগং লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 11:10 AM
Updated : 7 March 2017, 11:10 AM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৩১.৭০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩৪.৮০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি.। কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে কন্টিনেন্টাল ইন্সুরেন্স লি. (৫ দশমিক ৩৬ শতাংশ), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. (৪ দশমিক ৮৬ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লি. (৪ দশমিক ১২ শতাংশ), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৪ দশমিক ১২ শতাংশ), ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লি. (৪ দশমিক ০৩ শতাংশ), আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড (৩ দশমিক ৭৩ শতাংশ), এটলাস বাংলাদেশ লি. (৩ দশমিক ৬৮ শতাংশ) এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লি. (৩ দশমিক ৬০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।