পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 11:14 AM
Updated : 1 March 2017, 11:14 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৯৭ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে মোট ৯৬১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬.৫৩ শতাংশ কম।

দেশের প্রধান এই শেয়ারবাজারে লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫৫ পয়েন্ট হয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪১.৯৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।