পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 11:00 AM
Updated : 27 Feb 2017, 11:00 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬২০ পয়েন্টে হয়েছে।

এ বাজারে ১ হাজার ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬.৭৭ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৯০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৪.৫৮ শতাংশ কম।

এ বাজারে হাতবদল হওয়া ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।