দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 10:51 AM
Updated : 26 Feb 2017, 10:51 AM

দিনের লেনদেন শেষে কোম্পানিটির দর বাড়ে ১০ দশমিক ৯২ শতাংশ।

এদিনই লভ্যাংশ ঘোষণা করেছিল ব‌্যাংকটি, যার প্রভাব পড়েছে বাজারে।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ‌্যে দেখা যায়, বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের সমাপনী মূল্য ছিল ১৭.৪০ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৯.৩০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (৭ দশমিক ০৫ শতাংশ), রিলায়েন্স ইন্সুরেন্স (৬ দশমিক ৪৩ শতাংশ), আই পি ডি সি ফাইন্যান্স (৫ দশমিক ৮৭ শতাংশ), মতিন স্পিনিং মিলস (৫ দশমিক ২৫ শতাংশ), এ্যাকটিভ ফাইন কেমিক্যাল (৪ দশমিক ৯৭ শতাংশ), ডেফোডিল কম্পিউটারস (৪ দশমিক ৮১ শতাংশ), কেয়া কসমেটিক্স (৩ দশমিক ৮৫ শতাংশ) এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস (৩ দশমিক ৭০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।