১৫% নগদের সঙ্গে ১০% বোনাস লভ‌্যাংশ ঘোষণা রিলায়েন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 10:46 AM
Updated : 26 Feb 2017, 10:46 AM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

অর্থাৎ রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের ১০০ শেয়ার যদি কারও হাতে থাকে, তাহলে তিনি ১৫০ টাকা পাবেন এবং ১০টি নতুন শেয়ার পাবেন ।  

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৫৫ টাকা ৮১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ, ২০১৭।

এদিকে রিলায়েন্স ইন্স্যুরেন্স কার পার্কিংয়ের জন্য ৫ হাজার ৯০৫ বর্গফুট জায়গা কিনবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে ।

কোম্পানিটি চট্টগ্রামের আগ্রাবাদের আজিজ কোর্টে কার পার্কিংয়ের জন্য জায়গা কিনবে। এই জায়গা কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে ৬ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকা ব্যয় হবে।