ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ দিন সবচেয়ে বেশি দর বেড়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 03:22 PM
Updated : 23 Feb 2017, 03:22 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে এ কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাব করে শেয়ারের এ দর বৃদ্ধি হিসাব করা হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যব অনুযায়ী, বুধবার আইপিডিসি ফাইন্যান্সের সমাপনী মূল্য ছিল ৪৮ টাকা ৩০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে তা ৫২ টাকা ৮০ পয়সা হয়েছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড (৮ দশমিক ২৩ শতাংশ), ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড (৭ দশমিক ৭২ শতাংশ), গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (৭ দশমিক ৬১ শতাংশ), এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (৬ দশমিক ৯৬ শতাংশ), এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (৫ দশমিক ৮৩ শতাংশ), রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (৫ দশমিক ৮২ শতাংশ),  এএফসি অ্যা গ্রো বায়োটেক লিমিটেড (৫ দশমিক ৩৫ শতাংশ) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড (৫ দশমিক ০২ শতাংশ)।

‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে এ তালিকায় বিবেচনায় নেওয়া হয়নি।