দর পতনের শীর্ষে আর এন স্পিনিং

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর হারিয়েছে আরএন স্পিনিং মিলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 03:17 PM
Updated : 23 Feb 2017, 03:17 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে এ কোম্পানির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৪৩ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এই দরপতন ঘটেছে এ কোম্পানির শেয়ারের।

ডিএসইর ওয়েবসাইটের তথ‌্য অনুযায়ী, বুধবার আরএন স্পিনিং মিলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৯ টাকা ৭০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে তা ২৬ টাকা ৯০  পয়সা হয়েছে।

সবচেয়ে বেশি দরপতনের দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। তাদের শেয়ারের দাম ৭ দশমিক ৮২ শতাংশ কমেছে।

এরপর এ তালিকায় যথাক্রমে আছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ৮৬ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিন্ট ভার্সন (৪ দশমিক ৭২ শতাংশ), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (৩ দশমিক ১৯ শতাংশ), ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেড (২ দশমিক ৯০ শতাংশ), ট্রাস্ট ব্যাংক লিমিটেড (২ দশমিক ৭৫ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (২ দশমিক ৭৪ শতাংশ), ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৭৪ শতাংশ) এবং ডরিন পাওয়ার জেনারেশন্ অ‌্যান্ড সিস্টেমস লিমিটেড  (২ দশমিক ৬৪ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।