৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 03:03 PM
Updated : 23 Feb 2017, 03:03 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

১০ টাকা অবহিত মূল্যের ডাচ-বাংলা ব্যাংকের প্রতি শেয়ারে ৩ টাকা করে লাভ পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ, কারও হাতে ১০০টি শেয়ার থাকলে তিনি পাবেন ৩০০ টাকা।

ওই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ১৫ টাকা ১০ পয়সা।

আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) আগের বছর একই সময়ের ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৮৮ টাকা ৩০ পয়সা হয়েছে ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে ৩০ মার্চ। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।