ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 02:23 PM
Updated : 23 Feb 2017, 02:23 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এর আগে ব্যাংকটি আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। সভার নতুন তারিখ পরে নোটিসের মাধ্যমে জানানো হবে।

ডিএসইতে দেওয়া নোটিসে বলা হয়েছে, ‘অনিবার্য কারণ’ ব্যাংকটি তাদের পর্ষদ সভা স্থগিতের কথা বলেছে।

এই সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা। কোম্পানির লাভ হলে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণাও পর্ষদ সভা থেকে আসে।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড ২০১৫ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।