লেনদেনে চাঙা পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 10:54 AM
Updated : 20 Feb 2017, 10:54 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৫ পয়েন্ট হয়েছে। আগের দিন সূচক ৭ পয়েন্ট হারিয়েছিল ডিএসই।

সোমবার ডিএসইতে ১২৯৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫.২৭ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৮৫ পয়েন্ট।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩.৯৫ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।