ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে সিএমসি কামাল টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 11:56 AM
Updated : 19 Feb 2017, 11:56 AM

রোববার লেনদেন শেষে এ শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৬০ শতাংশ।

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার সিএমসি কামাল টেক্সটাইল মিলসের সমাপনী মূল্য ছিল ২৫ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ২৬.৯০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লি:। কোম্পানিটির দর বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ডেল্টা স্পিনিং লি. (৬ দশমিক ১৯ শতাংশ), মতিন স্পিনিং মিলস লি: (৬ দশমিক ১১ শতাংশ), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (৫ দশমিক ৯১ শতাংশ), ইস্টার্ন হাউজিং লি: (৫ দশমিক ৭৪ শতাংশ), তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৪ দশমিক ৭৮ শতাংশ), বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস লি: (৪ দশমিক ৭০ শতাংশ), সাইফ পাওয়ারটেক লিমিটেড (৪ দশমিক ২৪ শতাংশ) এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লি: (৪ দশমিক ২৪ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।