ইউজিসি সদস‌্য ড. হাশেম ডিএসইর চেয়ারম‌্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আবুল হাশেম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 10:49 AM
Updated : 15 Feb 2017, 11:34 AM

মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞেপ্তিতে জানানো হয়েছে।

ড. হাশেম ২০১০ সাল থেকে ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবৈতনিক অধ্যাপক হিসেবে কর্মরত।

ড. হাশেম সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ছিলেন।

ড. হাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে এমকম ডিগ্রি নেওয়ার পর সাবেক সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে পিএইচডি ডিগ্রি নেন।

তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে সাফোক বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর উপর গবেষণা করেছেন।