সাত দিন পর দরপতন

টানা সাতদিন দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ার পর ফের দরপতন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 09:42 AM
Updated : 15 Feb 2017, 09:42 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮০ পয়েন্ট হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৩ শতাংশ কম।

দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

অন্যদিকে আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ২৮৮ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৬ শতাংশ কম।

সিএসইতে লেনদেনে থাকা ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।