কারণ ছাড়াই বাড়ছে রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার দর

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম বাড়লেও এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 10:33 AM
Updated : 13 Feb 2017, 10:33 AM

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনের কারণ জানতে চাইলে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এই বক্তব‌্য আসে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার জানিয়েছে।

গত ২২ জানুয়ারি থেকে রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার দর টানা বাড়ছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৫ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৩৪ টাকা ১০ পয়সায় উঠেছে।

কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ১২ ফেব্রুয়ারি রিপাবলিক ইন্সুরেন্সকে নোটিস পাঠিয়েছিল।

এর জবাবে কোম্পানিটি বলেছে, “কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।”