চাঙাভাবে ফিরেছে পুঁজিবাজার

গত সপ্তাহের শেষ দুই দিন মূল্য সংশোধনের পর ফের চাঙ্গা অবস্থায় ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 11:32 AM
Updated : 22 Jan 2017, 11:32 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান পুঁজিাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এক হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার এই বাজারে এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন‌্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫০ পয়েন্টের বেশি।

রোববার ঢাকার পুঁজিবাজারে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়।এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই ৩৫০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫২ দশমিক ৩৯ পয়েন্টে।

সিএসইতে ১০০ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।