লেনদেন কমেছে পুঁজিবাজারে

কয়েকদিনের উল্লম্ফনের পর টানা দ্বিতীয় দিন লেনদেন কমেছে ঢাকার পুঁজিবাজারে, কমেছে বেশিরভাগ শেয়ারের দরও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 12:33 PM
Updated : 19 Jan 2017, 12:33 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শুরু থেকেই মূল্য সূচকের উত্থান-পতন ছিল। শেষ পর্যন্ত সূচকে সামান্য উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়।

ঢাকার পুঁজিবাজারে এদিন এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা বুধবারের চেয়ে ৫৮০ কোটি ৫৮ লাখ টাকা বা ২৯ শতাংশ কম।

আগের দিন এ বাজারে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

প্রধান মূল্য সূচক ডিএসইএক্স শূন‌্য দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৮৩ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার এই বাজারে ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ১২১ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২ পয়েন্টে।