সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে টানা তিনদিন দেশের দুই বাজারে দর বাড়লেও সপ্তাহের চতুর্থ দিনে কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 11:19 AM
Updated : 18 Jan 2017, 11:19 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৩৩ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে এক হাজার ৯৮৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে ১৭ হাজার ১১ পয়েন্ট হয়েছে।

তবে এ বাজারে লেনদেন হয়েছে ১২১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় পাঁচ দশমিক ৮৫ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।