৬ বছরে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

একদিন আগেই সাড়ে পাঁচ বছরে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে, মঙ্গলবার তা ওই অঙ্কও ছাড়িয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 12:47 PM
Updated : 17 Jan 2017, 12:47 PM

সপ্তাহের তৃতীয় দিন ব্যা।পক লেনদেনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকও (ডিএসইএক্স) সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১.২৩ শতাংশ বেশি।

এই লেনদেন গত ৭৩ মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১০ সালের ৬ ডিসেম্বর। সেদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকা।

গত কয়েকদিন ধরে লেনদেনে চাঙা ঢাকার পুঁজিবাজারে সোমবার ১ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল। 

মঙ্গলবার লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ২৮৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৫৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১১৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৮.৯২ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।