সাড়ে ৫ বছরে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে পাঁচ বছর (৬৫ মাস) পর লেনদেন ১৮শ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 11:21 AM
Updated : 16 Jan 2017, 11:21 AM

দর বৃদ্ধির মধ্যে দিয়ে সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের লেনদেন শেষ হয়েছে দেশের দুই দুই পুঁজিবাজারে।

এদিন ডিএসইতে এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল ২৫ জুলাই ২০১১ সালে।সেদিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৮২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৭৮ পয়েন্ট হয়েছে।

লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৭২ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় এক দশমিক ২২ শতাংশ কম।

এ বাজারে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।