পুঁজিবাজারে সূচক আরও বেড়েছে

গত সপ্তাহের শেষ দিন ঢাকার পুঁজিবাজারে সূচক ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় ছিল। সূচক আরও বাড়িয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 10:40 AM
Updated : 15 Jan 2017, 10:40 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছিল ৫৩৪৩ পয়েন্ট। রোববার প্রায় ৮০ পয়েন্ট বেড়ে তা ৫ হাজার ৪২৩ পয়েন্ট হয়েছে।

ডিএসইএক্স সূচক চালু হয় ২০১৩ সালের ২৭ জানুয়ারি, শুরুতে এই সূচক ছিল ৪ হাজার ৫৬ পয়েন্ট। এখন তা সর্বোচ্চ অবস্থানে।

এদিন ডিএসইতে ১ হাজার ৬৫৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দশমিক ১৭ দশমিক ৯ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই রোববার ২৫৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৯৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১০৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে দশমিক ৩৬ দশমিক ২৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।