ছয় কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও (বেনিফিসিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 09:28 AM
Updated : 15 Jan 2017, 09:28 AM

কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, জিপিএইচ ইস্পাত, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ডারি ও ইফাদ অটোস।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিগুলোর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে  আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

এই কোম্পানির বোনাস শেয়ার ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে সিমটেক্স ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস।

আমান ফিড

আমান ফিডের বোনাস শেয়ার ১ জানুয়ারি বিও হিসাবে আর নগদ লভ্যাংশ ১০ জানুয়ারি ব্যাংক হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে আমান ফিড ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

জিপিএইচ ইস্পাত

এই কোম্পানির নগদ ১২ শতাংশ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।

রংপুর ফাউন্ডারি

এই কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৩ শতাংশ অর্ন্তবর্তীকালীন।

এছাড়া এএমসিএল প্রাণের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ  ১১ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।

ইফাদ অটোস ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যা ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।